প্রকাশিত: Sun, Mar 5, 2023 4:35 PM
আপডেট: Wed, May 14, 2025 10:57 PM

পঞ্চগড় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২৩

মিজানুর রহমান: রোববার সকাল থেকে খুলতে শুরু করেছে দোকানপাট ও  ব্যবসাপ্রতিষ্ঠান। তবে লোকজনের উপস্থিতি ছিলো অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, শুক্রবারের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, গুজব ছড়ানোর দায়ে শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পৌর যুবদলের কর্মী ফজলে রাব্বী রয়েছেন। 

শনিবার রাতে পঞ্চগড়ে ‘আহমদিয়া সম্প্রদায়ের লোকজন গলা কেটে দুইজনকে হত্যা করেছে’- এমন গুজব সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়ার পর শহরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুজবে কান দিয়ে কিছু যুবক লাঠিসোটা নিয়ে সড়কে নামেন। এ সময় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও  স্থানীয়রা জানায়,  শনিবার রাত পৌনে ৯টায় তিনটি মোটরসাইকেলে ছয়জন আরোহী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থানরত মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব